ঝালকাঠি প্রতিনিধি :জোয়ারের পানিতে তলিয়ে যায় ঝালকাঠির নলছিটি উপজেলার ষাইটপাকিয়া-নলছিটি ফেরি চলাচলের নলছিটি বন্দর অংশের পন্টুনের সংযোগ সড়ক। সুগন্ধা নদীতে অবস্থিত এই ফেরি দিয়ে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকার মানুষজন জেলা শহরে যাতায়াত করেন। সামান্য জোয়ারেই পানিতে তলিয়ে যায় পন্টুনের সাথে সংযোগ সড়কের একাংশ যাতে ভোগান্তিতে পরেছেন এই ফেরি পারাপারে চলাচলকারী যাত্রীরা।
যাত্রী সগির হোসেন জানান, আমি ঝালকাঠি সদরে একটি মোবাইল কোম্পানিতে জব করি। প্রতিদিন এই ফেরি পার হয়ে আমাকে যাতায়াত করতে হয়। কিন্তু বিগত কয়েকমাস ধরে এখানে পন্টুনের সামনের সড়ক তিন চার ফুট পানিতে তলিয়ে থাকে। ফলে অনেক সময় গায়ের পোশাক ভিজে যায়। তারপরও বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে।
আরেক যাত্রী নাজেম খান বলেন, অফিস সময়ে এই রুটে বিভিন্ন যানবাহনসহ অনেক যাত্রীই চলাচল করেন। কিন্তু পন্টুনের সংযোগ সড়কটি নিচু হওয়ায় পানিতে তলিয়ে থাকে যার কারনে অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প পথে যাতায়াত করেন। কিন্তু অনেকে সময় স্বল্পতার কারনে পানিতে ভিজে হলেও এখান থেকেই যাতায়াত করেন। নদীর জোয়ারের পানির উচ্চতা অনুযায়ী সড়কটির উচ্চতা বৃদ্ধি করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে।
সড়ক ও জনপদ বিভাগের ঝালকাঠি জেলা নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, অতিরিক্ত জোয়ারের পানির কারনে এমনটা হচ্ছে। কিন্তু বেশ কয়েকমাস ধরেই এই সমস্যা হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি সমস্যা দীর্ঘ দিনের হয়ে থাকে তাহলে সংযোগ সড়কের উচ্চতা বৃদ্ধি করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.