জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল জেলা শাখার আয়োজনে অশ্বিনী কুমার হলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩ তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে রবীন্দ্র স্মরণাঞ্জলি, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ ২২শে শ্রাবণ (৬ আগস্ট রবিবার) সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই, কবী ও ছড়াকার অধ্যাপক দীপংকর চক্রবর্তী, সাবেক সভাপতি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ অধ্যাপক নজমুল হোসেন আকাশ, সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয় মোহসেনা হোসাইন, সভাপতি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বরিশাল শুভংকর চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার সভাপতি কাজল ঘোষ। শুরুতে অতিথিরা প্রদীপ প্রজ্বলন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে অতিথিরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদর্শন নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩ তম প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.