শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলিতে নানা আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার( ৫ আগস্ট) দিবসটি উপলক্ষে সকালে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও উপজেলার পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, স্মৃতি চারণ, যুব ঋণ ও গাছ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ মোকলেদা খাতুন মীম, হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ছায়েম মিয়া, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাপ, প্রভাষক আশরাফ আলী প্রধান, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি ছদরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষর্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যে কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.