ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরে মাদক মামলায় ১০ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি মো.আমির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আমির হোসেন উপজেলার কানুদাসকাঠি এলাকার মো.সুলতান হাওলাদারের ছেলে।
বুধবার (২ আগাষ্ট) রাতে রাজাপুর থানার এসআই সঞ্জীব কুমার পাহলানের নেতৃত্বে এস আই হেলাল সহ চট্রগ্রামের ইপিজেড থানা পুলিশের সহযোগীতায় ইপিজেড সদরের কবরস্থান নামক গলির একটি চটপটির দোকান থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ২০১৮ সালে আমির হোসেন ১৭০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়। পুলিশ আসামি আমির হোসেনকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে ১০ বছরের সাঁজা এবং ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়। এরপরে আমির হোসেন জাবিনে মুক্তি পেয়ে দীর্ঘদিন ‘ পলাতক ’ থেকে চট্রগ্রামের ইপিজেড থানার কবরস্থান গলি নামক এলাকায় ফুটপাতে চটপটির দোকান দিয়ে ব্যাবসা করে আসছিলেন।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, মাদক মামলার পলাতক আসামি মো.আসির হোসেনকে চট্রগ্রামের ইপিজেড থানা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.