গৌরনদী প্রতিনিধি ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় ফের নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের বাস উল্টে পুকুরে পরেছে।
এসময় বাসের চাঁপায় শুভ মিয়া (৩৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত ও বাসের কমপক্ষে ১২ যাত্রী আহত হয়েছে। নিহত শুভ গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার গোলাম মোর্শেদ পান্নার ছেলে। গুরুত্বর আহত দুই বাস যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল পাঁচটার দিকে এনা পরিবহনের বরিশালগামী বেপরোয়া গতির একটি বাস মহাসড়কের আশোকাঠী ব্রিজ অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়া মোটরসাইকেল চালক শুভকে চাঁপা দিয়ে বাসটি পুকুরে পরে যায়। এতে ঘটনাস্থলেই শুভ নিহত হয়।
গৌরনদী ফায়ার সার্ভিসের টিম লিডার মহিদুল আলম জানান, খবরপেয়ে দূর্ঘটনা কবলিত বাস থেকে নারী ও শিশু সহ ১২ জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাসটি রেকার দিয়ে উত্তোলনের পর পূনরায় তল্লাশি চালিয়ে উদ্ধার অভিযান সমাপ্ত করা হবে। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, নিহত মোটরসাইকেল চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে চালক সুপারভাইজার পলাতক থাকায় বাসটিতে কতজন যাত্রী ছিলো তা নিশ্চিত হওয়া যায়নি। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.