তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে চোরাই গরু সহ আপন দুইভাইকে আটক করা হয়েছে। গোয়াল ঘর থেকে গরু চুরি হওয়ার ১৬ ঘটার মধ্যে গরু উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। উদ্ধারের সময় চুরির ঘটনায় দুই সহদোরকেও গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে উদ্ধার হওয়া গরুগুলো মালিকের কাছে হস্তান্তর করে চুরির অপরাধ দুই ভাইকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া আসামীরা হলেন, শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার ডাকবদলী গ্রামের তছলিম উদ্দিনর ছেলে শফিকুল ইসলাম (২৮) ও আবু তালব (২২)।
চুরির পর উদ্ধার বিষয়টি নিয়ে দুপুরে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করেন মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী। এ সময় থানার ইন্সপেক্টর (তদন্ত) আরমান আলী, এসআই আব্দুল লতিফ ও মামলার তদারকি অফিসার এসআই গোলাম মোস্তফাসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংএ অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, গত শনিবার গভীর রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের চৌধুরীগছ এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক হীরালাল বাবুর বাড়ির গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি হয়। চুরি হওয়ার পর ভোরে হীরা বাবু পুলিশকে জানালে সাথে সাথে পুলিশ থানা এলাকার এক্সিট পয়েন্ট ও এট্রি পয়েন্ট গুলোতে পুলিশের চেকপোস্ট বসায়। বিষয়টি তাৎক্ষণিকভাব পুলিশ সুপারকে জানানো হয়।
পুলিশ সুপারের দিকনির্দেশনা রবিবার ভোর থেকে রাত পর্যন্ত এলাকায় চিরুণী অভিযান অব্যাহত রেখে গ্রেফতার হওয়া শফিকুল ইসলাম ও আবু তালেবের বাড়ির আঙ্গিনা হতে স্থানীয়দের উপস্থিতিতে গরু উদ্ধারসহ শফিকুল ও আবু তালেবকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় একটি চুরি মামলা রুজু করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদর জিজ্ঞাসাবাদপূর্বক বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়।
তিনি আরও বলেন, আমি এ থানায় আসার পর থেকে চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যা ঘটনার রহস্য উৎঘাটন করে আসামীদের ধরতে সক্ষম হয়েছি। আমাদের পুলিশ সুপার মহাদোয়ের সার্বিক দিক নির্দেশনায় সম্পত্তি সংক্রান্ত ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। যাতে আইনের শাসনের প্রতি মানুষের বিশ্বাস, আস্থা সম্মান ও শ্রদ্ধাবোধ অটুট থাকে।
চুরি হওয়া গরু ফেরত পেয়ে হীরালাল বাবু জানান, পুলিশের কাছে আমি কৃতজ্ঞ তারা আমার গরু উদ্ধার করে দিয়েছে। বিগত সময় আমিও আরও ক্ষতিগ্রস্থ হয়েছি। আশা করছি সব সমস্যায় পুলিশ আমাদের সহযোগিতা করেছেন।পাশাপাশি আমার মতো যাতে আর কারও গরু চুরি না হয় সে বিষয়টির প্রতি পুলিশের কাছে নজরদারি রাখার অনুরোধ জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.