ঝালকাঠি প্রতিনিধি :মানুষ যখন বিপদে পড়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা চায়। আগুন, পানি, যে কোনো দুর্ঘটনায় অগ্নিসেনারা মানুষের পাশে দাঁড়ায় নিজের জীবনকে বাজি রেখে জনগণের পাশে দাঁড়ায়। ঝালকাঠিতে বড় বড় দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা বিশেষ ভুমিকা রাখায় তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বিকেলে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আমারই আগামীর বাংলাদেশ ও সোনার বাংলা ব্লাড ব্যাংক এর সদস্যরা সম্মাননা দেন।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফিরোজ কুতুবী। এসময় সংগঠনের মেহেদী হাসান অনিম, মেসকাত নূর ও ফায়ার সার্ভিসের একাধিক সদস্য বক্তব্য রাখেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন,আমাদের সম্মাননা জানাচ্ছে সেজন্য সবাইকে অন্তরিক ধন্যবাদ জানাই। এ সম্মাননা সবার মাঝে কর্মস্পৃহা তৈরি করবে এবং মনোবল আরও বাড়িয়ে দিবে।
সংগঠনের সদস্যরা জানান, সম্মাননার মাধ্যমে ফায়ার সার্ভিস কর্মীরা উৎসাহিত হয়েছে । এতে করে তারা সামনের দিনগুলোতে আরও উদ্যমী হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.