মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে ইয়ুথ এসেম্বলির আয়োজনে যুব উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় জীবননগর ইয়ুথ এসেম্বলির উদ্যোগ্য জীবননগর উপজেলা হলরুমে সম্মাননা অনুষ্ঠানে জীবননগর ইয়ুথ এসেম্বলির সভাপতি সাংবাদিক মিথুন মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা লোকমোর্চার কর্মকর্তা আব্দুল আলীম সজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মো.আলী আজগার টগর। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলী আজগর টগর বলেন, যুবসমাজই পারে একটি দেশের উন্নয়নের অংশীদারিত্ব হতে।তারা পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে।তাই যুবক তোমরা তোমাদের মেধাকে ভালভাবে ব্যবহার করে দেশের মানচিত্রের মানকে অক্ষুন্ন রাখতে এগিয়ে চলো।বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদেরকে আরও সহযোগীতা করবে।এছাড়া অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেসিআই এর পরিচালক এমপির পুত্র মুনতাসির আজগার আকাশ।এছাড়া বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান,পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি,রাজনীতিবিদ ছাড়াও ৩৫০ জন যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.