বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের এক ৮ বছরের শিশুকে যৌন হয়রানির দায়ে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতারে ঘটনা ঘটেছে। এঘটনায় শুক্রবার এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-৩২। গ্রেফতার ষাটোর্ধ বৃদ্ধ একই গ্রামের আব্দুর রব হাওলাদার (৬৫)।
বিষয়টি নিশ্চত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসআই অলিপ বলেন, যৌন হয়রানির অভিযোগ এনে শিশুর পিতা ইব্রাহিম বেপারি ও সুখি বেগম মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত বৃদ্ধ আব্দুর রব হাওলাদারকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
শিশুটির মা সুখি বেগম বলেন, বৃহস্পতিবার সকালে আমার মেয়েকে একা পেয়ে ১০ টাকা দিয়ে পাশের নির্জন জায়গায় নিয়ে অশ্লীল কথা বলে এবং যৌন উত্তেজক কাজ করে। পরে আমার মেয়ে দৌড়ে এসে কান্নাকাটি করে আমাকে বলে। বিষয়টি আমি রব হাওলাদারে ছেলের কাছে জানাই এবং বিচার দাবী করি। সন্ধ্যা পর্যন্ত কোন বিচার না পাওয়ায় ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ কে জানাই। তিনি এসে ঘটনার সত্যতা জেনে পুলিশে খবর দেন৷ পুলিশ এসে তদন্ত করে স্থানীয়দের মাধ্যমে সত্যতা নিশ্চিত হয়ে রব হাওলাদারকে থানায় নিয়ে যায়। এঘটনায় আমরা একটি মামলা দায়ের করেছি। আমি এধরণের জঘন্য কাজের শাস্তি দাবী করছি।
এঘটনায় অভিযুক্ত রব হাওলাদারের ছেলে জুয়েল বলেন, আমার বাবা এধরণের কাজ করতে পারে না। তবে কেন তার বাবার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে তার কোন সদুত্তর দিতে পারে নি তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.