বাবুগঞ্জ প্রতিনিধি: সমালয় পদ্ধতিতে রোপা আমন ধানের আবাদ কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ভালো ফলন এনে দিবে বলে আশাবাদী কৃষি বিভাগ।
আধুনিক এ পদ্ধতিতে বীজতলা তৈরি থেকে শুরু করে ক্ষেতে চারা রোপণ এবং ধান কাটার কাজটিও হবে কৃষি যন্ত্রের সাহায্যে।
এতে শ্রমিক সংকটসহ নানা প্রতিবন্ধকতা এড়িয়ে সঠিক সময়ে ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা।
এ প্রকল্পের আওতায় যন্ত্রের সাহায্যে কৃষকদের ধানের বীজ থেকে শুরু করে বীজতলা তৈরি, চারা রোপণ, সার, কীটনাশক প্রয়োগ এবং সর্বশেষ ধান কেটে ঘরে তুলে দেওয়ার কাজটি করবে কৃষিবিভাগ।
চলতি মৌসুমে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুৎকাঠী গ্রামে ৫০ একর জমিতে সমালয় পদ্ধতিতে বোরো ধানের আবাদ শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই ) মেশিনের সাহায্যে রোপা আমনের বীজ রোপণে কাজ শুরু করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২/২০২৩-২৪ মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে আধুনিক রোপা আমন (ব্রি ধান-৮৭) ধানের সমালয় চাষাবাদের
(বীজ বপন) উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ শওকত ওসমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মুরাদুল হাসান ও দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান।
কৃষি অফিসার মামুনুর রহমান জানান, কৃষিতে যন্ত্রের ব্যবহার সহজ করতে বাবুগঞ্জে এই প্রথম ৫০ একর জমি একত্রিত করে সমালয় পদ্ধতিতে ধান চাষ করা হচ্ছে । এর আগে বিশেষ ট্রে-তে চারা তৈরি করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.