মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদায়
"সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন"এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা পরিষদের সামনে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। এরপর উপজেলা চত্ত্বর হতে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন,দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী,কৃষি অফিসার শারমিন আক্তার,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন,মহিলা বিষয়ক কর্মকর্তা হোসেনে জাহান প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার সরকারি সেবাসমূহ মানুষের দৌড়গোড়ায় পৌছে দেবার লক্ষে কাজ করে চলেছে। সেজন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধানগণকে সাধারন মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে। কোন সেবাগ্রহীতা যেন কোনভাবেই হয়রানির মুখে না পড়ে সে দিকে দপ্তর প্রধানের ভূমিকা রাখতে হবে। আমরা চাই একজন নাগরিক সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে। তাহলেই সার্থক সকলের প্রচেষ্টা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.