মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনা পৌর এলাকার মেমনগরর বিশেষ শিক্ষা (প্রতিবন্ধী) স্কুল পরিদর্শনে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব মাহমুদা ইয়াছমিন।
রবিবার দুপুর ২টায় বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব মাহমুদা ইয়াছমিন দর্শনা পৌর এলাকার মেমনগর বিশেষ শিক্ষা (প্রতিবন্ধী) স্কুল পরিদর্শনে আসেন। ২০১৪ সালে একযোগে সারাদেশে প্রতিবন্ধীদের শিক্ষার আলোয় আলোকিত করতে সমাজসেবা অধিদপ্তর দ্বারা পরিচালিত বিশেষ শিক্ষা (প্রতিবন্ধী) বিদ্যালয় সারা দেশে প্রতিষ্ঠিত হয়। তারই অংশ হিসেবর দর্শনায় প্রতিষ্ঠিত বিশেষ শিক্ষা (প্রতিবন্ধী) বিদ্যালয়ে অগ্রগতি,কার্যক্রম দেখতে পরিদর্শনে আসেন।
এসময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। এরপর তিনি ক্লাসরুমের কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেন।বিদ্যালয়ের বিভিন্ন অগ্রগতি, সুফল ও সমস্যার কথা শোনেন এবং বিদ্যালয়ের সমস্যা গুলো অতিসত্বর সমাধানের আশ্বাস দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম,দর্শনা পৌর বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা শিরিনা আক্তার, শাহিনুর আক্তার, লিখন আহম্মেদ, আব্দুল কাদের, সুমন হোসেন, মো: লিপ্টন, হাবিবুর রহমান সহ স্কুলের অভিবাবক ও ছাত্রছাত্রীরা।
উল্লেখ্য, দর্শনা পৌর বিশেষ শিক্ষা (প্রতিবন্ধী) বিদ্যালয় ১৮০ জন বিশেষ শিক্ষার্থী শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষক- শিক্ষীকা ১৪ জন সহ ২৫ জন কর্মরত প্রতিষ্ঠানটিতে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.