মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের আশ্বাসে ও শশরীরে উপস্থিতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ২৫০ শয্যা পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবীতে চলমান আমরণ অনশনকারীরা পানি পানের মধ্য দিয়ে অনশন ভাঙলো।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, সিভিল সার্জন সাজ্জাত হোসেনের আশ্বাসে তারা অনশন ভাঙেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা হতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের সামনে হাসপাতালের ২৫০ শয্যার পূর্ণাঙ্গ কার্যক্রম চালু, প্রয়োজনীয় ডাক্তার-নার্স ও পরিচ্ছন্নকর্মীর দাবীতে জেলা মুক্তিযোদ্ধা সন্তান, সংসদ কমান্ড কাউন্সিল, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান আহবায়ক, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল, চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃত্বে আমরণ অনশন কর্মসূচি চলমান ছিল। চলমান আমরণ অনশনের বিষয়টি আমলে নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের নেতৃত্বে বেলা১১ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উপস্থিত হন। হাসপাতালের সামনে অনশনরত সদস্যদের আশ্বস্ত করেন যে, আগামী ২ মাসের মধ্যে তাদের যৌক্তিক সকল দাবি বাস্তবায়ন করা হবে। জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে অনশনরত সদস্যরা সন্তুষ্ট হয়ে পানি পানের মধ্য দিয়ে আমরন অনশন ভাঙ্গেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.