মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে বিজিবি ব্যাটালিয়নের চোরাচালান বিরোধী অভিযানে ১৭ কেজি ৫শ গ্রাম ওজনের ভারতে তৈরি রূপার গয়নাসহ চোরাকারবারির ফেলে যাওয়া ১টি মোটরসাইকেল উদ্ধার করা করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান দর্শনা সীমান্ত থেকে ভারত হয়ে অবৈধ ভাবে পাচার করে আনা রূপার গয়নাগুলো দেশের অভ্যন্তরে পৌঁছে দিতে নিয়ে যাওয়া হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া গ্রামের রাস্তার ওপর অবস্থান নেয়। এসময় এক ব্যক্তিকে সীমান্তের শূন্য রেখা থেকে দর্শনার দিকে যেতে দেখে বিজিবি দলটি তাকে ধাওয়া করে। ওই সময় মোটরসাইকেল চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান। এরপর মোটরসাইকেলটি জব্দ করে তল্লাশি চালিয়ে ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট খোলা হলে সেখানে রূপার গয়নারগুলোর সন্ধান মেলে। এ ব্যাপারে বিজিবির নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন। জব্দকৃত রূপার গয়নাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.