বি এম মনির হোসেনঃ-
বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য অপরাজনীতি ও অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামী লীগের ডাকা কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গৈলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ২০ জুলাই বৃহস্পতিবার বিকেলে গৈলা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গৈলা বাজারে ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান পলাশ গাজীর সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা, জসীম, সরদার, হালিমুজ্জামান হালিম, তরিকুল ইসলাম চান,উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদ সহিদুল ইসলাম তালুকদার, গৈলা উইপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুসহ প্রমুখ নেতৃবৃন্দ।শান্তি ও উন্নয়ন সমাবেশ বক্তারা তৃণমুল থেকে সরকারের রাস্ট্রীয় ব্যাপক উন্নয়ন ও ৫২ প্রকারের সুবিধাভোগী ভাতার ফিরিস্তি তুলে ধরে বলেন- আগামী নির্বাচন পর্যন্ত জামাত-বিএনপিসহ স্বাধীনতা বিরোধীদের মোকাবেলায় অতন্ত্র প্রহরী হিসেবে মাঠে সজাগ থাকবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করেই ঘরে ফিরবে আওয়ামী লীগ। এই সময়ের মধ্যে স্বাধীনতা বিরোধীদের সকল অপকর্ম, মিথ্যাচার ও গুজবের ঐক্যবদ্ধভাবে জবাব দেবে আওয়ামী লীগ।শান্তি ও উন্নয়ন সমাবেশ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ ছাড়াও গৈলা ইউনিয়ন এবং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীসহ সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.