ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুগন্ধা নদীতে ট্রলার পারাপার বন্ধ থাকলেও নির্বাচনী কাজে পুলিশ পারাপারের জন্য একটি ট্রলার নিয়ে গেলে চালকে মারধর করে আহত করেছে নির্বাচনে দায়িত্বরত কোস্ট গার্ডের সদস্যরা।
সোমবার (১৭ জুলাই) সকালে পৌরসভার খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে মারধর করে আহত করা হয়।পরে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ট্রলার চালক শাকিল খান (২০)কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামের আমজেদ আলী খানের ছেলে।
আহত শাকিল খান জানান,আমাকে ঝালকাঠি সদর থানা থেকে তাদের পুলিশ পারাপারের জন্য রাখা হয়েছে।আমি পুলিশ ও কয়জন সাংবাদিকে নামিয়ে ফেরার পথে আমাকে তারা মারধর করে । আমি যখন পুলিশ ও সাংবাদিকদের নামিয়ে দিয়েছিলাম তখন কোস্ট গার্ডকে কল দিয়ে অনুমতি নিয়েছিলাম তারপরও ফেরার পথে আমাকে মারধর করে।
ঝালকাঠি জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এনডিসি) মিলন চাকমা বলেন, এধরণের কোন ঘটনা আমাদের জানা নেই। এবিষয়ে কেউ আমাদের কিছু জানায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.