ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ হাজার ৭০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফারুক হোসেন খান । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী ) ওয়ারেচ আলী খান (আনারস) পেয়েছেন ৩ হাজার ৮ ভোট। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন ২৬৯৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
জেলা রিটার্নিং অফিসার শারমিন আফরোজ জানান, সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । কোথাও কোন সংঘর্ষ বা প্রার্থী-ভোটারদের অভিযোগ পাওয়া যায়নি।দুএকটি কেন্দ্র বাদে বাকি গুলোতে বিপুল ভোটে নৌকা এগিয়ে রয়েছে।
পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ সমর্থিত ফারুক হোসেন খান ও স্বতন্ত্র প্রার্থী ওয়ারেচ আলী খান।এছাড়া মেম্বার পদে ২৩ জন এবং সংরক্ষিত নারী আসনে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
নির্বাচনে মোট ভোটার ছিল ১২৯৪২জন এরমধ্যে পুরুষের সংখ্যা ৬৭৭৪ জন মহিলার সংখ্যা ৬১৬৮ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮৭১৪জন।
স্থানীয় ভোটাররা জানান এত সুন্দর সুষ্ঠু নির্বাচন আমাদের এলাকায় বিগত ৩০ বছরেও হয়নি। ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়া সার্বক্ষণিক টহলে ছিল র্যাব, পুলিশ, বিজিবি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হল ঝালকাঠি সদরের ৭ নং পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.