তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়া সরকারি ডিগ্রি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা রুহুল আমিন সরকার শারীরিক অসুস্থ জনিত রোগে গত রবিবার দিবাগত রাত অনুমান ২টায় মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তিনি শিক্ষকতা পেশার পাশাপাশি ঐহিত্যবাহী শালবাহান হাট জামে মসজিদের খতিব হিসেবে দীর্ঘ কয়েক বছর দায়িত্বপালন করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ভাই-বোন সহ অসংখ্য আত্মীস্বজন ও গুণগ্রহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে তেঁতুলিয়া সরকারি ডিগ্রী কলেজের শিক্ষকমন্ডলী, প্রাক্তন ও নবীন ছাত্র-ছাত্রী, আহনাফ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক, তেঁতুলিয়া উপজেলা শিক্ষক সমিতি, শালবাহান হাটের সাধারণ ব্যবসায়ী, শালবাহান হাট জামে মসজিদ কমিটি, বাংলাদেশ প্রেসক্লাব তেঁতুলিয়া শাখা, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিগণ শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। গতকাল সোমবার বিকাল ৬.০০ টায় কালান্দিগঞ্জ ফাজিল মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.