সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ পটুয়াখালীর কলাপাড়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক অসন্তোষের ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় ভাংচুর করা হয়েছে বেশ কিছু গাড়ি সহ একাধিক মোটরসাইকেল। সোমবার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যান্তরে এমন ঘটনা ঘটেছে।
পুলিশ সদস্য ও তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কর্মকর্তারা জানান, হঠাৎ করে শ্রমিকরা বিভিন্ন দাবীতে আন্দোলন শুরু করে। এসময় পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করলে ইট পাটকেল নিক্ষেপ করেন।
এছাড়াও কয়েক দফা সংঘর্ষে তাপবিদ্যুৎ কেন্দ্রের গাড়ী ও অফিস ভাংচুর করে শ্রমিকরা। এতে শ্রমিক, পুলিশ সদস্য, নিরাপত্তা কর্মী সহ অন্তত বিশ জন আহত হয়েছেন। পরে তাদের কলাপাড়া হাসপাতালে এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বেতন ভাতা বাড়ানোর দাবী জানাচ্ছিলেন তারা। কিন্তু বেতন না বাড়িয়ে উল্টো শ্রমিকদের সাথে খারাপ আচরণ করে চাইনিজ কর্তৃপক্ষ। এমনকি সামান্য কারণে শ্রমিকদের নির্যাতন করা হতো। তাই বেতন ভাতার দাবীতে আন্দোলন করলে পুলিশ দিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ।
তবে বেতন ভাতার ব্যাপারে জানতে চাইলে তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষরা অস্বীকার করে বলেন, সকল শ্রমিকদের সঠিক পদ্ধতিতে বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.