মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে জুয়ার আসর থেকে ৩ জুয়ারুকে আটক করেছেথানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম সহ নগদ টাকা জব্দ করা হয়।
১৫ জুলাই শুক্রবার দিবাগত রাত ৯টায় উপজেলার চাঁদপাড়া বাজার এলাকায় একটি চাতাল থেকে তাদেরকে পুলিশ আটক করে।
পরে সেখানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ৭ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
আটককৃতরা ঘোড়াঘাট উপজেলার ভর্ণাপাড়া গ্রামের মৃত, হারেস আলী মাস্টারের পুত্র মোঃ রেজ্উাল করিম তুহিন (৫০), চাঁদপাড়া গ্রামের মৃত, রইচ উদ্দনের পুত্র মোঃ শফিকুল ইসলাম(৪৮) ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তেকানী গ্রামের মোঃ আনতাজ আলী(৩৬)।
বিষয়টি নিশ্চিত করেন ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আসাদূজ্জামান আসাদ।
তিনি জানান, ১৫ জুলাই শুক্রবার দিবাগত রাত ৯টায় উপজেলার চাঁদপাড়া বাজার এলাকায় একটি চাতালে কতিপয় ব্যক্তি জুয়া খেলছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশ ৩জন কে আটক করে।আটকের পর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.