রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় ৩২৫ টি দুস্থ পরিবারের মাঝে ২০ কেজি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার জিআরের চাল বিতরণ করা হয়েছে। ১৫ জুলাই শনিবার সকালে প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি ও মহিষাপোতা আবাসনে ১৮৩ এবং সদর ইউনিয়নের আলতা ও কাজহালাহার আশ্রয়ণ প্রকল্পে ১৪২টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপির চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামী,সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মাস্টার,সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান প্রমুখ। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.