মাহতাব ্বুদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে নেশার কাজে ব্যবহৃত নিষিদ্ধ ৩০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ শাহিনুর (৩৭)নামে এক জনকে আটক করেছে থানা পুলিশ।
আটক শাহিনুর (৩৭) উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত সুবিদ এর ছেলে। এ সময় নেশাজাত দ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ৯টায় উপজেলার দামোদরপুর শৌলাতে পুলিশ টহলরত অবস্থায় আঞ্চলিক মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, টহলরত পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, দুইজন ব্যক্তি নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট নিয়ে আঞ্চলিক মহাসড়ক হয়ে মোটর সাইকেল যোগে যাচ্ছেন।
টহলরত পুলিশ সন্দেহভাজন ওই মোটর সাইকেল আরোহীদেরকে থামানোর সংকেত দিলে,মোটর সাইকেল ফেলে রেখে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ শাহিনুর নামে একজনকে আটক করে এবং ্অপর জন পালিয়ে যায়। পরে তার কাজ থেকে ৩০০ পিচ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
এবিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে এবং গ্রেফতার আসামিকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.