শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলিতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ উদযাপন কমিটি বিভিন্ন ইভেন্টে উপজেলা পর্যায়ে (প্রাথমিক বিদ্যালয়, স্কুল, ও মাদ্রাসা) থেকে (২০২২ ও ২০২৩) দুই বছরে ৬০ জন শিক্ষার্থীদের প্রথম নির্বাচিত করেছেন। এরমধ্যে পৌর শহরের ডলি মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থী মোঃ শাহারিয়ার আলমাস (রক্তিম) ২০২২ সালে “উপস্থিত বক্তৃতা ও সাধারণ জ্ঞান” এবং ২০২৩ সালে “উপস্থিত বক্তৃতা ও সাধারণ জ্ঞান” প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মে ) বিকেলে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ উৎযাপন কমিটির বিচারক মন্ডলী উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্ট শেষে মূল্যায়নের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ হারুনুর রশিদ।
তিনি বলেন, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা গত ১১ ও ১২ জুলাই ২০২৩ বাংলাহিলি মডেল-১ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার (প্রাথমিক বিদ্যালয়, স্কুল ও মাদ্রাসার) শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে। দুই বছরে ৬০ টি ইভেন্টে ৬০ জন শিক্ষার্থীকে জেলা পর্যায়ের জন্য প্রথম নির্বাচিত করা হয়েছে। আজ ১৩ জুলাই বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের প্রধান শিক্ষকের নিকট সার্টিফিকেট পৌঁছে দেয়া হয়েছে। আগামী ১৬ ও ১৭ জুলাই জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল আলম। বিচারকমন্ডলী হিসেবে, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুনুর রশিদ, মাহমুদুন্নবী, ইনস্ট্রাক্টর বদরুল মিল্লাত, শিক্ষক মাহিদুল ইসলাম, তারেক মাহমুদ, আনোয়ার হোসেন টুকু, নন্দিতা রায়, সূবর্না রায়সহ আরও অনেকে। বিচারকমণ্ডলী বিভিন্ন ইভেন্টে শেষে মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে ৬০ জন প্রথম স্থান অধিকারী শ্রেষ্ঠ শিক্ষার্থীকে জেলা পর্যায়ে অংশ গ্রহণের জন্য নির্বাচিত করেছেন।
ডলি মেমোরিয়াল স্কুলের প্রিন্সিপাল মোঃ মাজহারুল ইসলাম মানিক তার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ শাহারিয়ার আলমাস রক্তিম এর হাতে ২০২২ ও ২৩ সালে উপস্থিত বক্তৃতা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারের সার্টিফিকেট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক বাবু মিয়া, শিক্ষিকা মোছাঃ ছালমা বেগম।
শ্রেষ্ঠ শিক্ষকার্থী শাহারিয়ার আলমাস রক্তিম এর বাবা মোঃ গোলাম রব্বানী (সাংবাদিক) পেশায় একজন মাদ্রাসা শিক্ষক ও মাতা নার্গিস পারভীন পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তারা দুজনেই সকলের নিকট তার সন্তানের জন্য দোয়া কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.