জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান
বরিশাল মেট্রো পলিটন বিএমপি পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল সেড এ বিএমপি'র মাসিক কল্যাণ সভা (জুলাই-২০২৩) অনুষ্ঠিত হয়।আজ ১৩ জুলাই সকাল ১০টায়
সভার শুরুতেই সভাপতি মহোদয় বিএমপি'র সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলার জন্য সকল কে নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি সম্প্রতি ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় এ বিষয়ে অফিসার-ফোর্সদেরকে সচেতন করার জন্য বলেন, বিভিন্ন অফিস, ডরমেটরি ও বাসভবনের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, ফ্রিজে জমানো পানি, পরিত্যক্ত টায়ার, ডাব/নারিকেলের খোসা, প্লাস্টিকের বোতল ও আশে পাশে পড়ে থাকা পাত্রে জমে থাকা পানি ফেলে দিতে হবে। এছাড়াও তিনি এ সংক্রান্ত করণীয় ও বর্জনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় বিএমপি'তে কর্মরত এএসআই (নিঃ) মোঃ কবিরুল ইসলাম আকন ও নায়েক মোঃ আফজাল হোসেন এর অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন) জনাব আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব মােহাম্মদ নজরুল হােসেন, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) জনাব খান মুহাম্মদ আবু নাসের,
উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বি এম আশরাফ উল্যাহ তাহের এবং সভা সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জনাব মােঃ ফারুক হােসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএমপি'র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ পদবীর পুলিশ সদস্যগণ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.