আজকের ক্রাইম ডেক্স: কোম্পানীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে পরিবারের ওপর অভিমান করে আব্দুল ওয়াদুদ সবুজ (৫২) নামে এক বিএনপি নেতা আত্মহত্যা করেছেন।
সোমবার বিকালে বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের মজার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। আবদুল ওয়াদুদ সবুজ ওই এলাকার মো. মোস্তফা মিয়ার ছেলে।
সবুজ পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটনের বড় ভাই ও পৌরসভা বিএনপির ৭নং ওয়ার্ডের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক মনোমালিন্যের জেরে আবদুল ওয়াদুদ সবুজ নিজ ঘরে ইঁদুর নিধনের বিষপান করেন।
পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, বিষয়টি জেনেছি, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেল আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.