অনলাইন ডেস্ক
বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়ে গণঅধিকার পরিষদের সদ্য নির্বাচিত সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে সহিংসতায় উস্কানি দিচ্ছে।’
আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণঅধিকার পরিষদের একাংশের (নুরুল হক নুরপন্থীদের) সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এই বৈঠক করে। বৈঠক শেষে নুর সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আমরাও কর্মসূচি ঘোষণা করব। আন্দোলন এগিয়ে নেওয়া হবে।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকারবিরোধী আন্দোলনের নতুন ডাক দেওয়া হবে। পুরো জাতিকে একসঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া হবে। সেজন্য বুধবার (১২ জুলাই) যৌথ ঘোষণা দেওয়া হবে। দলগুলো স্ব স্ব জায়গা থেকে একই ঘোষণা দেবেন। এর মাধ্যমে দাবি আদায়ে সফল হব।’
তিনি বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। বিএনপি সহিংসতার পথে হাঁটার প্রয়োজন নেই, জনগণ বিএনপির সঙ্গে আছে। সরকার জনবিচ্ছিন্ন হয়ে নিজেরাই সহিংসতার পথে হাঁটছে।’
এ সময় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ পরিষদের সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.