ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদরের রাজাপুরে হাঁসের বাচ্চায় ধানের বীজতলা খাওয়াকে কেন্দ্র করে বড় ভাই মজিবুর রহমান হাওলাদারের (৬০) বেশি অস্ত্র দিয়ে কুপিয়ে কান ও পায়ের গোড়ালীর পেছনের রগ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে তারই আপন ছোট ভাই হারিবুর রহমান হাওলাদারের বিরুদ্ধে।
১০ জুলাই সোমবার সন্ধ্যায় উপজেলার মঠবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন পশ্চিম বাদুরতলা গ্রামে এ
ঘটনা ঘটে। মজিবুর রহমান পেশায় একজন কৃষক ওই এলাকার মৃত পবন আলী হাওলাদারের ছেলে। এ ঘটনার সময় মজিবুর রহমানকে রক্ষা করতে গিয়ে তার স্ত্রী মোর্শেদা বেগম (৫০) ও তার মেয়ে লাইলী আক্তার (২৩) আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে আহত মজিবুর রহমানকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে রেফার্ড করা হয়েছে। আহত মজিবুর রহমানের বড় মেয়ে হ্যাপি বেগম জানান, চাচা হাবিবের বীজতলায় মজিবরের হাঁসের বাচ্চা গিয়ে বীজতলা খেয়েছে এমন অভিযোগ তুলে গালমন্দ করে। এসময় মজিবর রহমান প্রতিবাদ করলে হারিবুর রহমানসহ প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে দাঁড়ালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারী কুপিয়ে বাম কান ও ডান পায়ের গোড়ালীর পেছনের রগ কেটে ফেলে। তাকে রক্ষার করতে গেলে তার মজিবরের স্ত্রী মোর্শেদা বেগম ও তার মেয়ে লাইলী আক্তারকেও মারধর করে সোনার গহনা লুটে নেয় প্রতিপক্ষরা।
এ বিষয়ে রাজাপুর থানার এসআই আল হেলাল সিকদার ও এসআই পলাশ জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.