মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দামুড়হুদা ও দর্শনা বাজারে সবজির মূল্য চড়া থাকলেও আলুতে কিছুটা স্বস্তি ছিল।কিন্তু এবার আলুও কয়েক দিনের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলার বিভিন্ন বাজার হতে বর্তমানে ভালো মানের সাদা (গ্র্যানুলা) ও লাল (কার্ডিনাল) আলু কিনতে হচ্ছে ৪০ টাকা কেজি দরে। আর দেশি জাতের আলু বাজারে নেই বললেই চলে।
ঊর্ধ্বমুখী বাজারে আলুর দাম বেশী হওয়ায় নিম্ন আয়ের পরিবার গুলোতে বাড়তি চাপ পড়েছে। সর্ব সবজিতে ব্যবহৃত প্রয়োজনীয় এ পণ্যের চড়া দাম মধ্য বিত্ত পরিবারেও প্রভাব ফেলেছে।
বাজারের বিক্রেতারা বলছেন, আলুর মূল্যবৃদ্ধি রোজার ঈদের পর থেকে শুরু হয়েছে। কয়েক দিনের ব্যবধানে বাজারে আলুর দাম বেড়ে প্রতি কেজি এখন ৪০টাকা, যা আগে ছিল ৩০ টাকা। ঈদের পরপর প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ২৫/৩০ টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, দেশে বার্ষিক আলুর চাহিদা ৮৫ থেকে সর্বোচ্চ ৯০ লাখ টন।২০২২-২৩ অর্থবছর দেশে ১ কোটি ১১ লাখ টন আলু উৎপাদন হয়েছে, যা গত বছরের চেয়ে কিছুটা বেশি। এ উৎপাদন দেশে আলুর চাহিদার তুলনায় অনেক বেশি।
দামুড়হুদা সদর, দর্শনা,কার্পাসডাঙ্গা,মদনা,ডুগডুগি বাজারসহ বেশ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, সাদা ও লাল আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে; যা কয়েকদিন আগে ছিল ৩৫ টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের যেসব অঞ্চলে আলু উৎপাদন হয়, সেসব এলাকায়ও সবধরনের আলুর দাম বেড়েছে। বগুড়া অঞ্চলেই গত তিন সপ্তাহের ব্যবধানে হিমাগার পর্যায়ে পাইকারিতে সব ধরনের আলুর দাম বেড়েছে।প্রান্তিক চাষিরা বলছেন, বাজারে অন্য সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় আলুর চাহিদা বেড়েছে। সে অনুযায়ী সরবরাহ কম থাকায় আলুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.