বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ার গৈলা ও উজিরপুরের সাতলা ইউনিয়নের চেয়ারম্যানদের সীল,প্যাড, ওয়ারিশ সনদ তৈরী করে জালিয়াতির সময় দুইজনকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানার পুলিশ।আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেনকে মামলার বরাদ দিয়ে জানান আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের সাহেবেরহাটের সুবিন্দু রায়ের কম্পিউটারের দোকানে বসে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু ও উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদারের নামের সীল, ইউনিয়ন পরিষদ সচিবের সীল, ইউনিয়ন পরিষদের গোল সীল, চেয়ারম্যানের প্যাডের কাগজ, ইউনিয়ন পরিষদের জাল ওয়ারিশ সনদ তৈরী করে মানুষের সাথে প্রতারনা করে আসছিল। তার এই কাজে সহযোগীতা করে আসছিল উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি গ্রামের হরিচরন বল্লভের ছেলে অমল বল্লভ। ২৪ জুন শনিবার রাতে এসব কাগজপত্র তৈরীর সময় গোপন সংবাদের ভিত্তিতে কম্পিটারের মালিক ও সহযোগীসহ দুইজনকে গ্রেফতার করে এস আই মিল্টন মন্ডল। এসময় সুবিন্দু রায়ের কম্পিউটারও জব্দ করা হয়। পরে ২৪ জুন শনিবার রাত ১১টায় আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় প্রতারনা মামলা দায়ের করে। ২৫জুন রোববার তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম আরো জানান এরা দীর্ঘদিন ধরে চেয়ারম্যানদের সীল,কাগজপত্র তৈরী করে মানুষের সাথে প্রতারনা করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে থানায় মামলা দায়ের করে বরিশাল প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.