রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় গ্রামীণ জনগনকে বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। দেশব্যাপি বৃক্ষরোপণ সপ্তাহ পালণের অংশ হিসেবে মঙ্গল ও বুধবার (২০ ও ২১ জুন ) দিনভর বানারীপাড়া এরিয়া ও উপজেলা শাখাসহ সকল শাখায় সদস্যদের মধ্যে বিভিন্ন জাতের ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের বানারীপাড়া এরিয়া ম্যানেজার মো. সিরাজুল ইসলাম ও বানারীপাড়া শাখা ম্যানেজার মো. আমিনুর শেখ সদস্যদের মাঝে এ বৃক্ষের চারা বিতরণ করেন। প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের উদ্যোগে সারা দেশে সদস্যদের মাঝে ২০ কোটি বৃক্ষের চারা বিতরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক সপ্তাহ ব্যাপি সদস্যদের মাঝে বরিশাল জোনে ৫০ লাখ,বানারীপাড়া এরিয়ায় ৮ লাখ ২৭ হাজার ও বানারীপাড়া শাখায় ৭৭ হাজার গাছের চারা বিতরণ করবে। এদিকে এ কর্মসূচি বাস্তবায়নের ফলে সবুজ বনায়নে গ্রামীণ বাংক ব্যাপক ভূমিকা পালন করবে বলে সচেতন মহলসহ স্থানীয়রা মনে করছেন। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.