ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে ভুয়া দুদক চক্রের ৬ সদস্যকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। গতকাল ভোর রাতে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন ডহর শংকর এলাকায় দুদক পরিচয় দিয়ে এলাকার লোকজনের কাছে টাকা দাবী করলে এলাকাবাসীর সন্দেহ হলে দুদক কর্মকর্তা পরিচয় দেয়া ৬ জন ভুয়া দুদক সদস্যকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে।
এ বিষয় স্থানীয় সূত্রে জানাযায়, রাজাপুরের ডহর শংকর এলাকায় আটক ৬ জন ব্যক্তি গতকাল রাতে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে এলাকার লোকজনের কাছে টাকা দাবী করছিলো। স্থানীয়দের কাছে বিষয় সন্দেহ জনক হলে স্থানূয়রা তাদেরকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটক ভুয়া দুদক সদস্যরা হলেন, ১। মোঃ ইসলাম হাওলাদার (৫৯) পিতা: মৃত তোফাজ্জল হোসেন চৌধুরী, সাং: বার্লিবাওয়া,বাগেরহাট, ২। এনায়েত হাওলাদার (৪২) পিতা: বকলু হাওলাদার, সাং: গোয়ালকান্দা ,ঝালকাঠি, ৩। কামাল উদ্দিন, (৪৫) পিতা: মৃত -আঃ সাত্তার, সাং : সদর, লক্ষীপুর, ৪। আমান উল্লাহ, (৩৯) পিতা: মৃত - জয়নাল আবেদীন, সাং: চর আকন,দক্ষিণ আইচা, ভোলা, ৫। শামিম হাওলাদার, (১৮) পিতা: মৃত- শাওকত, সাং:চর ভুক্তা, লালমোহন,ভোলা, ৬।সৈয়দ মোঃ নিজাম উদ্দিন, (৪২) পিতা: মৃত- আবুল মোবারক, সাং- শ্রীনন্দ, কবির হাট, নোয়াখালী।
পুলিশ সূত্রে জানাযায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.