অনলাইন ডেস্ক
পঞ্চগড়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইমলামের স্বাক্ষর ও সিল জাল করে চেকের মাধ্যমে টাকা তুলতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক তরুণ।
মঙ্গলবার দিবাগত রাতে তাকে থানা হেফাজতে নেয়ার পর বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে, রাতেই পঞ্চগড় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বাচ্চু বাদি হয়ে সদর থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
আটক তরুণ রায়হান আলী (২৪) সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পশ্চিম মিঠাপুকুর এলাকার আব্দুর রউফের ছেলে। তিনি পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে রায়হান পঞ্চগড়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক জহুরুল ইমলামের স্বাক্ষর ও সিল জাল করে একটি চেক নিয়ে পঞ্চগড়ের সোনালী ব্যাংকে দুই হাজার ৬০০ টাকা উত্তোলন করতে যায়। এসময় ব্যাংক কর্তৃপক্ষের নজরে জালিয়াতি ধরা পড়লে তাকে আটক রেখে তারা ক্রীড়া সংস্থাকে জানান। এরপর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট জেলা প্রশাসকের কাছ থেকে নিশ্চিত হয়ে জালিয়াতির বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে নিশ্চিত করেন। এরপর তাকে জেলা প্রশাসক কার্যালয়ে নেয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, রায়হান বিভিন্ন সময় সভাপতির স্বাক্ষর ও সিল জাল করে ৩৪ বার সংস্থার নামে বিভিন্ন ব্যাংক থেকে ১৩ লক্ষ ৩৩ হাজার ১১০ টাকা উত্তোলন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, বুধবার দুপুরে চীফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে তার রিমান্ডের আবেদন করা হয়েছে। আগামী সপ্তাহে রিমান্ড মঞ্জুর করা হবে। আপাতত আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.