আজকের ক্রাইম ডেক্স
চাঁপাইনবাবগঞ্জে সেতুতে লাশবাহী গাড়ির টোল দিতে না চাওয়ায় মৃত ব্যক্তির স্বজনদের মারধরের অভিযোগ উঠেছে। এ সময় টোলপ্লাজায় ভাঙচুর চালিয়েছেন স্বজনরা।
মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর দুই টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- টোল আদায়কারী শফিকুল ইসলাম ও আব্দুস সোবহান।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর শহরের হুজরাপুর ঠাকুরবাড়ি এলাকার প্রেম লাল চৌধুরী মঙ্গলবার বেলা ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ বাসায় নেওয়ার পর বিকেলে শিবগঞ্জ উপজেলার তত্তীপুর শ্মশানঘাটে শেষকৃত্যের জন্য স্বজন ও প্রতিবেশীরা রওনা দেন।
সন্ধ্যা ৬টার দিকে টাকা না দিয়ে টোলপ্লাজা পার হওয়ার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। টোল আদায়কারী কয়েকজন মৃত ব্যক্তির স্বজনদের রড ও লোহার পাইপ দিয়ে বেধড়ক পেটান। এতে মৃত ব্যক্তির চাচাতো ভাই লালচাঁন চৌধুরী (৫০) আহত হন।
আহত লালচাঁন চৌধুরী বলেন, ‘আমরা শুধুমাত্র অনুরোধ করেছি, টাকা না দেওয়ার। এরপরই বিভিন্ন বাজে ভাষায় গালিগালাজ করেন টোল আদায়কারীরা। প্রতিবাদ করলে তারা সংঘবদ্ধ হয়ে লোহার পাইপ ও রড দিয়ে মারতে থাকে।
এ বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে ছুটে গেছি। এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, মরদেহবাহী একটি গাড়ির টোল আদায়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যান চলাচল স্বাভাবিক।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.