অনলাইন ডেস্ক
হজ মৌসুম শুরুর ১০ দিন আগেই হজযাত্রীদের করোনাভাইরাসের টিকা নেওয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মন্ত্রণালয়টি এ তথ্য জানায়।
এক টুইটার ব্যবহারকারী মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানতে চান, হজে যেতে হলে করোনার তৃতীয় ডোজ টিকা নিতে হবে কিনা। জবাবে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের অবশ্যই প্রয়োজনীয় সব টিকা নিতে হবে। হজ মৌসুম শুরুর অন্তত ১০ দিন আগে করোনার টিকা নেওয়া সম্পন্ন করতে হবে। খবর গালফ নিউজের।
আগামী ৫ মে থেকে হজের আবেদন গ্রহণ শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ হতে পারে।
হজ চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.