আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালের মেহেন্দিগঞ্জে জমি নিয়ে বিরোধের অভিযোগ তদন্তে গিয়ে পুলিশসহ পাঁচজন হামলার শিকার হয়েছেন।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ঘটা ওই ঘটনায় আহত থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফিরোজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত অন্যান্যরা হলেন- জমি বিরোধ নিয়ে থানায় অভিযোগকারী আবুল কাশেম, মিরাজ ,আব্দুল কাদের, আব্দুর রশিদ ও উজির আলী। তারাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসা নিচ্ছেন।
মেহেন্দিগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গোবিন্দপুর ইউনিয়নের চরাঞ্চল এলাকায় জমি নিয়ে বিরোধে এক পক্ষ থানায় অভিযোগ দেয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে এএসআই ফিরোজের গোবিন্দপুর যান। সেখানে যাওয়ার পরেই ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম বেল্লাল মোল্লার ভাই নিজাম মোল্লা পুলিশের ওপর চড়াও হন।
ওসি শফিকুল অভিযোগ করে বলেন, নিজাম মোল্লা পুলিশকে উদ্দেশ্যে করে আইন পরিপন্থী কথা বললে এএসআই ফিরোজের সঙ্গে তর্ক ও হাতাহাতি হয়। জমি নিয়ে তখন
অভিযোগ দেওয়া ব্যক্তিরা এগিয়ে এলে তাদেরও মারধর করেন নিজাম মোল্লা।
আর এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলেও জানান ওসি।
এদিকে এ বিষয়ে নিজাম মোল্লার বড় ভাই উলানিয়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লা বলেন, পুলিশের ওপর হামলা করা হয়নি। একটু তর্ক-বিতর্ক হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.