অনলাইন ডেস্ক
রাশিয়ায় হঠাৎ করেই বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। পাশাপাশি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যাও বেড়েছে।
শনিবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে।
রাশিয়ার সংবাদ সংস্থা তাসের খবরে বলা হয়েছে, শনিবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৮ হাজার ৯৫৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
তাসের খবরে আরও বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাশিয়ায় ৮ হাজার ৯১৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল এবং মারা গিয়েছিল ৩৮ জন।
সর্বশেষ সংক্রমিত ৮ হাজার ৯৫৫ জনকে নিয়ে করোনা মহামারিতে এখন পর্যন্ত রাশিয়ায় এই ভাইরাসে মোট সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৭ লাখ ৬ হাজার ৯৮০ জনে। এদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৫৩৪ জনের।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.