অনলাইন ডেস্ক
বহু আলোচনার জন্ম দিয়ে টুইটারের মালিকানা নেওয়া মার্কিন ধনকুবের ইলন মাস্ক টুইটারে ফলোয়ার অ্যাকাউন্টের সংখ্যায় এখন শীর্ষে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ফলোয়ারের সংখ্যার দিক দিয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে টপকে শীর্ষস্থানে চলে আসেন তিনি।
টুইটারে এখন মাস্ককে অনুসরণ করা অ্যাকাউন্টের সংখ্যা ১৩ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৫৬০। সূত্র- টাইসম অব ইন্ডিয়া গৃহযুদ্ধ হবে যুক্তরাষ্ট্রে, প্রেসিডেন্ট হবেন ইলন মাস্ক
এদিকে বারাক ওবামা আছেন দ্বিতীয় স্থানে। টুইটারে ওবামাকে ফলো করেন এমন অ্যাকাউন্টের সংখ্যা ১৩ কোটি ৩০ লাখ ৪১ হাজার ৮১৩।
পাঁচ মাস আগে টুইটারের মালিকানা নিয়ে কম নাটক হয়নি। ইলন মাস্কের খামখেয়ালিতে আদালত পর্যন্ত গড়ায় শর্ট মেসেজিং প্ল্যাটফর্মটির বিকিকিনি পর্ব। বলা যায়, শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই টুইটার কিনে নেন মাস্ক। মানবকল্যাণে ১৯৫ কোটি ডলারের শেয়ার ছাড়লেন ইলন মাস্ক
তবে টুইটার কেনার পরও টেসলা প্রতিষ্ঠাতা মাস্কের নানা কাণ্ড একের পর এক খবরের শিরোনাম হয়েছে।
এক ই-মেইল বার্তায় টুইটার কর্মীদের শেয়ার মঞ্জুরির অফার দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। কিন্তু এজন্য তিনি টুইটারের মূল্যমান নির্ধারণ করেছেন মাত্র ২ হাজার কোটি (২০ বিলিয়ন) মার্কিন ডলার। ম্যানচেস্টার ইউনাইটেড কেনার কথা জানালেন ইলন মাস্ক
টুইটারেরর নতুন প্রধানের এ অফার প্রতিষ্ঠানটির কর্মীসহ প্রযুক্তি বিশ্লেষকদেরও অবাক করেছে। গত বছরের অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। সেই তুলনায় টুইটারের এই নতুন মূল্যমান কেনা দামের অর্ধেকেরও কম।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.