অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে নিয়মিত প্রশিক্ষণের সময় সেনাবাহিনীর দু’টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সেনাবাহিনীর ফোর্ট ক্যাম্পবেল রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আজ বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারে কতজন ছিলেন এবং তাদের অবস্থা কী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নাশভিলের ৬০ মাইল উত্তর-পূর্বে কেন্টাকি-টিনাসের ট্রিগ কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটেছে। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা গেছে, ঘাঁটিতে ১০১তম এয়ারবোর্ন রেজিমেন্ট এবং ১৬০ স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের সেনারা অবস্থান করেন।
ডব্লিউকেডিজেড রেডিও নামের একটি স্থানীয় সংবাদমাধ্যমকে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, হেলিকপ্টার দু’টি খুবই নিচে এসে হঠাৎ বিস্ফোরণ হয়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টার দুটি পড়ে থাকতে দেখি।
দুর্ঘটনাস্থল থেকে আধা মাইল দূরে থাকেন ট্রিগ কাউন্টির কারা পরিদর্শক জেমস হিউজ। তিনি ডব্লিউকেডিজেড রেডিওকে বলেন, হেলিকপ্টার দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.