ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদরের বালিঘোনা এস এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীর বাল্যবিবাহ দেওয়া অপরাধে ,সোমবার দুপুর ১২টায় কনের বাবা গাভারাম চন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি গ্রামের শাজাহান মল্লিক কে ১০ হাজার টাকা জরিমানা অনাদায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।
ভ্রাম্যমাণ আদালতে কনের বাবা ১০ হাজার টাকা বুঝিয়ে দিয়ে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন গাভা রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম সেরোয়ানী ও ইউপি সদস্য হাবিবুর রহমান মোল্লা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অপ্রাপ্তবয়স্ক দশম শ্রেণীর এক ছাত্রীর বিবাহের আয়োজন করছে তার পরিবার। আমরা সাথে সাথে সেখানে ছুটে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ছাত্রীর বাবাকে দশ হাজার টাকা জরিমান করি। ছাত্রীর বাবা আমাদের অঙ্গীকারনামা দেন প্রাপ্তবয়স্কর না হওয়া পর্যন্ত তিনি তার কন্যাকে বিবাহ দিবেন না।
এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের আপনারা বাল্যবিবাহ দিবেন না। আপনাদের ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক হলে বিবাহ দিবেন।
কোথাও যদি আমরা বাল্যবিবাহের সংবাদ পাই তাদের বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করব।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.