আজকের ক্রাইম ডেক্স॥ বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে জি-মরফিন ইনজেকশন সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ মার্চ ) দুপুর বারটার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর বারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্টান্ডে গোল্ডলাই বাসে অভিযান চালিয়ে ১০০ এ্যামপুল জি মরফিন ইনজেকশন সহ দুই জন কে গ্রেফতার করা হয়ছে।
গ্রেফতারকৃত হলেন, বরিশাল নগরীর ৬নং ওয়ার্ডের গগন গলির বাসিন্দা ইশতিয়াক আহমেদ স্ত্রী ইশরাত জাহান (২৪) এবং বরিশাল জেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পোল এলাকার হাওলাদার বাড়ির মোয়াজ্জেম হোসেন হাবিবের পুত্র ইশতিয়াক আহমেদ খাঁন(২৫)।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর বারটার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্টান্ডে গোল্ডলাই বাসে অভিযান চালানো হয়। এসময় স্বামী-স্ত্রী পরিচয় দেয়া দুইজনকে তল্লাশি করে ১০০ এ্যামপুল জি-মরফিন ইনজেকশন সহ তাদের আটক করা হয়ছে।
তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল এয়ারপোর্টে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.