বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল থেকে ছিনতাই হওয়া সিএনজি বাবুগঞ্জ থেকে উদ্ধার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। এঘটনায় পুলিশ চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন গৌরনদী উপজেলার বড় দুলালী গ্রামের মোঃ নূরুল ইসলমা সরদারের ছেলে মোঃ ছত্তার সরদার (৩০), মুলাদী উপজেলার সেলিমপুর গ্রামের মোঃ এনায়েত হোসেন ভূঁইয়ার ছেলে মোঃ তারেক (২৮), আগৈলঝাড়া উপজেলার বড় ভাসাই গ্রামের মোঃ রহম আলী ঘরামীর ছেলে মোঃ ইলিয়াশ ঘরামী (২৬), বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ মুন্না হাওলাদার (২২)।
আগৈলঝাড়া থানার এসআই মিজানুর রহমান মিসু জানান, গত শুক্রবার রাত ১২টার সময় চারজন ছিনতাইকারী বরিশাল নথুল্লাহবাদ বাসস্ট্যান্ড থেকে বরিশাল মেট্রো থ-১১-১৭৭৮ নন্বর সিএনজি ভাড়া করে আগৈলঝাড়ার উদ্দেশ্যে আসেন। ছিনতাইকারীরা রাত ২টার দিকে আগৈলঝাড়া উপজেলার ভালুকা বাজারের কাছে পৌঁছলে ছিনতাইকারীরা সিএনজি চালক মোঃ কুদ্দুস খানকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়। চালক কোনোভাবে হাতে রশি খুলে আগৈলঝাড়া থানায় গিয়ে একটি ছিনতাইয়ের অভিযোগ করেন। আগৈলঝাড়া থানা পুলিশ ছিনতাই হওয়ার বিষয় বিভিন্ন থানাকে অবহিত করেন। সিএনজি ছিনতাইয়ের সংবাদ পেয়ে বাবুগঞ্জ থানার এসআই আরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে বাবুগঞ্জ ব্রিজের কাছে অবস্থান নেয়। শনিবার ভোর ৬টার দিকে ছিনতাই হওয়া সিএনজিসহ চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করে আগৈলঝাড়া থানা পুলিশের কাছে সোপার্দ করেছেন।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তদন্তকারী কর্মকর্তা এসঅই মিজানুর রহমান মিশুক জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.