আজকের ক্রাইম ডেক্স ॥ প্রেমিকাকে নিয়ে পালানোর সময় গণধোলাইয়ের শিকার হয়ে আরাফাত হোসেন ইমন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইমন উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরুল গ্রামের এমদাদ হোসেন খোকনের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন এলাকায় প্রেমিকাকে নিয়ে পালানোর সময় গণধোলাইয়ের শিকার হন আরাফাত হোসেন ইমন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.