ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠিতে জমিজমার বিরোধে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, বাড়ির চলাচলের রাস্তা ও জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় বাউকাঠি নিবাসী আফসার মল্লিকের পুত্র কালাম মল্লিক (৪৫), কালাম মল্লিকের পুত্র জামাল মল্লিক, আউয়াল মৃধার পুত্র এনামুল মৃধা ও এনামুল মৃধা এবং তাদের আত্মীয় কামাল মৃধা সংঘবদ্ধ হয়ে লাঠি সোটা, দেশীয় অশ্রসশ্র নিয়ে মোশারেফ এর পুত্র রবিউল ইসলাম ও তার স্ত্রী রেনু বেগমের উপর হামলা চালিয়ে আহত করে। আহত রবিউল ইসলাম ও স্ত্রী রেনু বেগম দুপুরের দিকে ঝালকাঠি সদর হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি হয়।
আহত রেনু বেগম জানান, “আমাকে এবং আমার ছেলেকে আফসার মল্লিকের পুত্র কালাম মল্লিক (৪৫), কালাম মল্লিকের পুত্র জামাল মল্লিক, আউয়াল মৃধার পুত্র এনামুল মৃধা ও এমাম মৃধা এবং তাদের আত্মীয় কামাল মৃধা সংঘবদ্ধ হয়ে লাঠি সোটা ও দেশীয় অশ্রসশ্র নিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। আমার শরীরের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ফুলা জখম করে। আমার ছেলের মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করেছে।”
অভিযুক্ত কালাম মল্লিক মুঠো ফোনে জানান, “আমাদের সাথে জমিজমা নিয়ে রবিউল ইসলামদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। তারা কোন সালিশ বিচার মানছে না। বাড়ির রাস্তা নিয়ে ঝামেলা থাকায় আমরা রাস্তা তার কাটার বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। ফলে তাদের সাথে মারপিটের ঘটনা ঘটে।”
স্থানীয় মেম্বর মোঃতসলিম মৃধা জানান, “দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ এর জেরে ঢিল মারামারির ঘটনা ঘটেছে। নিজেদের মধ্যে বিরোধ সৃস্টি হওয়ায় মিটমাট করে দেয়ার চেষ্টা করছি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.