আজকের ক্রাইম ডেক্স॥ বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পাশাপাশি স্টিলের আলমারিসহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়।
শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সামনের সড়কে এই অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।
অভিযানে আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন পাচকিত্তা ইউনিয়নের গিয়াস উদ্দিন ও মুরাদনগর পৌরসভার মধ্যমপাড়া এলাকার শাকিল মিয়া।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে স্টিলের আলমারিসহ একটি মিনি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৬৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাদকের এ বিশাল চালানটি নিয়ে কুমিল্লা থেকে বরিশালে আসে তারা।
তাদের জিজ্ঞাসাবাদে যাদের নাম জানা যাবে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.