অনলাইন ডেস্ক
চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মাজিদুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে নওগাঁর ধামুইরহাট উপজেলার ফতেপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে র্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মাজিদুল জেলার সাপাহার উপজেলার কোচ কুড়ুলিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় মাজিদুলের বিরুদ্ধে রাতেই মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানায়, মাজিদুল নিজেকে আনসারের সার্কেল অ্যাডজুটান্ট হিসেবে পরিচয় দিয়ে ধামুইরহাট উপজেলার চৈতন্যপুর গ্রামের এক নারীকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নেন। এরপর ওই নারীকে ভুয়া নিয়োগপত্র প্রদান করেন। পরে চাকরিতে যোগ দিতে যাবার সময় ওই নারী জানতে পারেন তাকে জাল নিয়োগপত্র দেওয়া হয়েছে।
ওই নারী জয়পুরহাট র্যাব ক্যাম্পে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে কোম্পানী অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. মাসুদ রানার নেতৃত্বে বুধবার রাত পৌনে ৯টায় জেলার ধামইরহাট উপজেলার ফতেপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জাল নিয়োগপত্র ও অন্যান্য নথিসহ মাজিদুলকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার মাজিদুলসহ আরও দুই-তিনজনের একটি প্রতারক চক্র কখনো চাকরির ভুয়া আশ্বাস দিয়ে, কখনো জাল নিয়োগপত্র দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নিত।
ধামুইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বৃহস্পতিবার সকালে মাজিদুলকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.