আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে স্টীমারঘাট পুলিশ ফাড়ির সদস্যরা। গত ১২ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৫টার দিকে লঞ্চঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় স্টীমারঘাট পুলিশ ফাঁঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক(এস আই) মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে একটি টিম।
এসময় বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালিপাড়া গ্রামের মতলেব সরদারের পুত্র রিয়াজ(২৫)কে ১০ পিচ ইয়াবাসহ আটক করে। অভিযানে সহকারী পুলিশ পরিদর্শক(এএসআই) আবুল বাশার ও ফাড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.