স্পোর্টস ডেস্ক
বিপিএল এখন শেষ পর্যায়ে। ফাইনালে ওঠার লড়াইয়ে যে চারটি দল নামবে, সেটিও চূড়ান্ত। আগামীকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিলেটের প্রতিপক্ষ কুমিল্লা আর এলিমিনেশন ম্যাচে রংপুর রাইডার্সের মোকাবিলা করবে ফরচুন বরিশাল। তাই শেষ মুহূর্তে শক্তি বাড়াতে পরীক্ষিত বিদেশি তারকাদের নিয়ে আসছে দলগুলো।
এদিকে প্রথমবারের মত শিরোপা জেতার লক্ষ্যে ফরচুন বরিশালে যোগ দিয়েছেন লঙ্কান আগ্রাসী ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসে। শিরোপা ধরে রাখতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা এনেছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলিকে।
ফেসবুকে মঈনের ছবি পোস্ট করে কুমিল্লা লিখেছে, 'বিপিএল মাতাতে ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলী কুমিল্লা ভিক্টোররিয়ান্সের সঙ্গে টিম হোটেলে যোগ দিয়েছেন। মঈন আলিকে কুমিল্লা ভিক্টোররিয়ান্স পরিবারে স্বাগতম।'
কুমিল্লায় যোগ দিলেন মঈন আলি। ছবি-ফাইল
লঙ্কান ব্যাটসম্যান রাজাপাকসের খবর নিশ্চিত করে বরিশাল তাদের ফেসবুকে লিখেছে, 'দলে যোগ দিতে শ্রীলঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসে ঢাকায় এসে পৌঁছেছেন।'
কুমিল্লার হয়ে গত আসরেও খেলেছিলেন মঈন। ৭ ম্যাচে ১৫০ স্ট্রাইকরেটে ২২৫ রান করেছিলেন, অফ স্পিনে নিয়েছিলেন৯ উইকেট। রাজাপাকসেরও বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে। এবার দ্বিতীয়বার খেলবেন সাকিব আল হাসানের বরিশালের হয়ে।
বিপিএলে আসার আগে মঈন সবশেষ খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে। শুধু মঈন আলিই নয়, ভানুকা রাজাপাকসেও আইএল টি-টোয়েন্টিতে খেলে এসেছেন। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগ না থাকলে হয়ত এসব তারকাদের আরও আগে থেকেই দেখা যেত।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.