আজকের ক্রাইম ডেক্স ॥ বরগুনায় গাঁজাসহ সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল কাওসারকে (২৬) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। কাওসার ওই এলাকার আলম সিকদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম খান জানান, স্ত্রীর অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া বরিশাল জেলা পুলিশে কর্মরত কনস্টেবল কাওসার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বরখাস্ত হওয়ার পরও তিনি মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
তিনি আরও জানান, কাওসার বরিশাল জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সাময়িক বরখাস্ত হওয়ার পর থেকে নিজ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.