আজকের ক্রাইম ডেক্স॥ বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, এ দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে না।
শনিবার ভোলায় নিজের নির্বাচনী এলাকার কাচিয়া, পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নে একাধিক পথসভায় বক্তৃতাকালে তোফায়েল এসব কথা বলেন।
আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা বলেন, ‘বিএনপি নতুন করে রাজপথে নেমেছে ১০ দফা দাবিতে। তারা আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আধীনে চায়। আমি স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হবে সংবিধান অনুসারে। বিএনপি যে অবাস্তব দাবি করে তার কোনো মূল্য নেই।’
ভোলার এ সংসদ সদস্য সেখানকার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ‘ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে, যা সারাদেশে সরবরাহের পাশাপাশি ভোলায় শিল্পকারখানা গড়ে তোলা হবে। ভোলা ও বরিশালের মধ্যে সেতু নির্মিত হবে। এ জেলা হবে অন্যতম একটি বৃহৎ অর্থনৈতিক জোন।’
নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, মতবিনিময় ও পথসভায় তোফায়েল আহমেদের সঙ্গে ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতা-কর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.