অনলাইন ডেস্ক
আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও চীন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন বিমানবাহিনীর এক শীর্ষ জেনারেল। গত শুক্রবার কর্মকর্তাদের কাছে পাঠানো এক স্মারকলিপিতে চার তারকাখচিত জেনারেল মাইক মিনিহান এই ভবিষ্যদ্বাণী করেছেন। খবর এনবিসি নিউজের।
সেনা ও নিজের অধীনে থাকা কর্মকর্তাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, 'আশা করছি, আমার ধারণা ভুল হোক। তবে আমার মন বলছে, ২০২৫ সালে যুদ্ধ হবেই।'
এয়ার মোবালিটি কমান্ডের প্রধান মিনিহান বলেন, কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে শি জিনপিং তাঁর তৃতীয় মেয়াদ নিশ্চিত করেছেন। ২০২২ সালের অক্টোবরে যুদ্ধ পরিষদও গঠন করেছেন তিনি। এদিকে ২০২৪ সালে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন। এটি শি জিনপিংয়ের জন্য অজুহাত তৈরি করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনও ২০২৪ সালে। এ কারণে যুক্তরাষ্ট্র ব্যস্ত থাকবে। আর এসবের সুযোগ নিয়ে তাইওয়ানের দিকে অগ্রসর হবে চীন।
এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, জেনারেল মিনিহানের এই মন্তব্য চীন সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা বিভাগের দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে না।'
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.